Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/vqmkwpfg/visabd.info/wp-includes/functions.php on line 6114
থাইল্যান্ড ভিসা ২০২৩ । থাইল্যান্ড টুরিস্ট ভিসা ( কম খরচে ) » VISA BD

থাইল্যান্ড ভিসা ২০২৩ । থাইল্যান্ড টুরিস্ট ভিসা ( কম খরচে )

Rate this post

এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সেরা একটি টুরিস্ট জনপ্রিয় দেশ হল থাইল্যান্ড । বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর ভিসিটর যায় থাইল্যান্ড এ । থাইল্যান্ড ইমিগ্রেশন অফিস এর তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরে প্রায় ১৩৯,৬২২ জন বাংলাদেশী থাইল্যান্ড গেছে ভ্রমন এবং রিলেক্স এর জন্য । থাইল্যান্ড এ রয়েছে প্রচুর বিচ এবং আইল্যান্ড ।

আরো রয়েছে দর্শনীয় স্থান এবং শপিং মল, ভাসমান বাজার সহ আরো অনেক কিছু । বাংলাদেশ থেকে ভ্রমন ছাড়াও কাজ করার উদ্দেশ্য নিয়ে থাইল্যান্ড এ যায় । আজকের আর্টিকেল এ আলোচনা করবো কিভাবে থাইল্যান্ড ভিসা করবেন এবং কত প্রকার ভিসা পাওয়া যায় থাইল্যান্ড এ সব কিছু নিয়ে ।

 

থাইল্যান্ড ভিসা কত প্রকার

বাংলাদেশ থেকে আপনি নিচের দেওয়া চার টি ক্যাটাগরি এর ভিসা পাবেন বাংলাদেশে অবস্থিত থাইল্যান্ড এমব্যাসি থেকে ।

  • ট্রান্সজিট ভিসা
  • বিজনেস ভিসা
  • টুরিস্ট ভিসা
  • মেডিক্যাল ভিসা

বাংলাদেশে সব চেয়ে জনপ্রিয় ভিসা হল টুরিস্ট ভিসা । থাইল্যান্ড এ সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ ৩ মাস এবং মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ ৬ মাস । এই ভিসা নিয়ে আপনি থাইল্যান্ড এ ৬০ দিন থাকতে পারবেন ।

 

থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে 

থাইল্যান্ড এ যেতে হলে আপনাকে ভিসার জন্য আবেদন করত হবে এই জন্য আপনার বেশ কিছু পার্সোনাল কাগজপত্র সহ কিছু ডকুমেন্ট দরকার হবে । নিচে এই বিষয় গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হল ।

 

পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি

থাইল্যান্ড সহ আপনি বাংলাদেশের বাহিরে যে দেশেই যান না কেন আপনার প্রথমে পাসপোর্ট দরকার হবে । ভিসার জন্য আবেদন করার আগে দেখে নিবেন আপনার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস আছে কিনা । এছাড়াও পাসপোর্ট এ দুই টি ফাকা পাতা থাকতে হবে সিল দেওয়ার জন্য । আপনার যদি পুরোনো কোন পাসপোর্ট থাকে তাহলে নতুন পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে ।

এছাড়াও আরো লাগবে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে । ছবি তুলবেন ভিসা আবেদন করার কিছু দিন আগে ।

ব্যাংক স্টেটমেন্ট

আপনি যদি থাইল্যান্ড টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে । এবং বর্তমান ব্যালেন্স সর্বনিম্ন ৬০ হাজার টাকা থাকতে হবে । আর যদি ফ্যামেলি টুর এর যেতে চান তাহলে ব্যাংক এ ১ লক্ষ ২০ হাজার টাকা থাকতে হবে । মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট হিসাবে এই তথ্য গুলো জমা দিতে হবে থাইল্যান্ড ইমিগ্রেসন অফিসে ।

 

 

বিভিন্ন পেশা জীবীদের জন্য বেশ কিছু ভিসা ডকুমেন্ট দরকার হবে

  • আপনি যদি চাকরিজীবী হন তাহলে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে । এর সাথে অফিসের ভিসিটিং কার্ড, আই ডি কার্ড সহ স্যালারি ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া লাগবে ।
  • আপনার প্রফেশন যদি ফ্রিল্যান্সিং হয় তাহলে প্রোফাইল স্ক্রিনশট, আর্নিং হিস্টোরি ইত্যাদি ডকুমেন্ট আকারে জমা দিতে হবে ।
  • ছাত্র বা স্টুডেন্ট হলে স্টুডেন্ট আই ডি কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিকোমেন্ডেশন লেটার সহ আরো কিছু লাগতে পারে ।
  • ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি, লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অব আর্টিকেল/ কোম্পানি প্যাড এবং ভিজিটিং কার্ড জমা দিতে হবে ।
  • ডাক্তার বা আইনজীবী হলে  BMDC সার্টিফিকেট, হাসপাতাল থেকে NOC এবং বার কাউন্সিল এর সনদ অথবা ল ফার্মের NOC ।

 

 

থাইল্যান্ড মেডিকেল ভিসা  ২০২৩

থাইল্যান্ড মেডিকেল ভিসার জন্য প্রথমে লাগবে থাইল্যান্ড এর হাসপাতাল এর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বাংলাদেশের জেকোন ডাক্তার এর রেকমেন্ডেশন লেটার এর কপি জমা দিতে হবে । আরো কিছু ডকুমেন্ট লাগবে নিচে দেওয়া হল ।

  • থাইলান্ডের হাসপাতাল হতে অ্যাপয়েন্টমেন্ট লেটার
  • রোগীর টেস্ট রিপোর্ট
  • আগের সকল মেডিকেল রিপোর্ট
  • রোগীর ট্রাভেল মোড ইত্যাদি

 

থাইল্যান্ড ভিসা খরচ

থাইল্যান্ড এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি ৩০০০ হাজার টাকা এবং মেয়াদ ৩ মাস । আপনি এই ভিসা নিয়ে ৬০ দিন থাইল্যান্ড এ থাকতে পারবেন ।

মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ১৫০০০ টাকা এবং এই ভিসার মেয়াদ ৬ মাস । আপনি এই ভিসা নিয়ে ৬০ দিন থাইল্যান্ড এ থাকতে পারবেন ।

 

থাইল্যান্ড ভিসা আবেদন ফরম

আপনি থাইল্যান্ড ভিসা আবেদন ফরম অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন আবার এম্বাসিতে গিয়ে নিতে পারেন । তবে বেশির ভাগ মানুষ অনলাইনেই ভিসার জন্য আবেদন করে । আপনাকে নিচে লিংক দেওয়া হল থাইল্যান্ড ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করার জন্য ।

https://www.obokash.com/thailand-visa

https://thaivisabd.com/

https://arnimholidays.com/thailand-visa-from-bangladesh

 

আরো পড়ুনঃ কসোভো ভিসা ২০২৩

 

থাইল্যান্ড যেতে কত টাকা লাগে

ভিসা অনুযায়ী আপনার টাকা লাগবে । কোন ভিসা নিয়ে থাইল্যান্ড যেতে চান এবং কি কারনে যাবেন এইটার উপর নির্ভর করবে আপনার কত টাকা খরচ হবে ।

ভিসার ধরণভিসা ফিভিসার মেয়াদথাকার সময় সীমা
টুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি)৩৫০০ টাকাতিন মাস৬০ দিন
টুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি)১৭,০০০ টাকা৬ মাস৬০ দিন
ট্রান্সজিট ভিসা (সিঙ্গেল এন্ট্রি)৩০০০ টাকা৩ মাস৬০ দিন
ট্রান্সজিট ভিসা (মাল্টিপল এন্ট্রি)৫৫,০০ টাকা৬ মাস৬০ দিন
নন-ইমিগ্র্যান্ট ভিসা৭০০০ টাকা৩ মাস৯০ দিন
নন-ইমিগ্র্যান্ট ভিসা
(মাল্টিপল এন্ট্রি)
১৭,০০০ টাকা১ বছর৯০ দিন
নন-ইমিগ্র্যান্ট ভিসা
(মাল্টিপল এন্ট্রি)
৩৫,০০০ টাকা৩ বছর৯০ দিন

 

 

FAQ

থাইল্যান্ড যেতে কি ভিসা লাগবে

আপনি কোন কাজের জন্য থাইল্যান্ড যাবেন এর উপর নির্ভর করবে কোন টাইপের ভিসা লাগবে । যদি ভিসিট এর উদ্দেশ্য নিয়ে যেতে চান তাহলে টুরিস্ট ভিসা করতে হবে । আর অন্য কাজের জন্য যেতে চাইলে অন্য যেসকল ভিসা আছে ঐ গুলো করতে হবে ।

থাইল্যান্ড ভিসা খরচ কত?

থাইল্যান্ড সিঙ্গেল এট্রি টুরিস্ট ভিসার খরচ ৩০০০ টাকা এবং ডাবল এন্ট্রি এর খরচ ১৭,০০০ টাকা ।

ভারত থেকে থাইল্যান্ড যেতে পাসপোর্ট প্রয়োজন

হ্যা, ভারত থেকে থাইল্যান্ড যেতে পাসপোর্ট লাগে ।

থাইল্যান্ডে বছরে কতবার যাওয়া যায়

আপনার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বছরে যত বার খুশি যেতে পারবেন ।